রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (২৬ জুলাই) ভোর রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি আফাজ উদ্দিন মন্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডল জানান, ২০-২৫ জনের একদল ডাকাত বাড়ির বাইরে ওয়াশরুমের ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে বারান্দার গ্রিলের তালা কেটে দরজা ভেঙে ১০-১৫ জন ডাকাত ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা নিজেদের প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। একপর্যায়ে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় অন্য ডাকাতরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে পাহারা দেয়।

ডাকাতরা গৃহকর্তা আফাজ উদ্দিন মন্ডলের ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, তার বড় ছেলের ঘর থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার এবং ছোট ছেলের ঘর থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ ছাড়া জমির মূল দলিলও নিয়ে যায় তারা।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি, নাকি কোনো পুরনো বিরোধ থেকে ঘটেছে—তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর