শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সহপাঠীদের বিক্ষোভে পণ্ড হলো কিশোরীর বাল্যবিয়ে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

সহপাঠীদের বিক্ষোভে পণ্ড হলো কিশোরীর বাল্যবিয়ে

নোয়াখালীর চাটখিলে সহপাঠীদের বিক্ষোভে এক কিশোরীর (১৬) বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে।

বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বিষয়টি জানিয়েছেন।

ইউএনও জানান, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল নিশানা হাতে তার বাড়িতে বিয়ে বন্ধের দাবিতে বিক্ষোভ করে। এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বর পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন। পরে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও দেয় তার পরিবার।

ইউএনও আরও জানান, মানুষ আরও সচেতন হলে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একইসঙ্গে উপস্থিত সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাকে জানানোর অনুরোধ করেন প্রশাসনের এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর