নওগাঁয় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহফুজ আলম শ্রাবণের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার ৫৪ বছরের বিভিন্ন সংগ্রাম এবং আত্মত্যাগে নারীদের ভূমিকা ছিল অনেক বেশি। কিন্তু তাদের আত্মত্যাগকে সেভাবে কখনো মূল্যয়ন করা হয় না। সময়ের বিবর্তনে তারা আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমরা আর কোনো যোদ্ধাকে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে দেওয়া হবে না। জুলায়ের গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছেন। তাদের স্বপ্ন যেনো বৃথা না হয়, আমরা সে লক্ষ্য কাজ করতে চাই। আমরা আজকে যে শপথ পাঠ করলাম এই শপথ অন্তরে ধারণের মাধ্যমে আমরা সমাজের সকলকে সমানভাবে এগিয়ে নিতে চাই।
পরে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু পারিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/টিবি

