রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লাল হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।


বিজ্ঞাপন


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন ওই দম্পতি। শুক্রবার রাত ১১টার দিকে স্বামী বিল্লাল হোসেন রুটি বানানোর বেলুন (বেলন) দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন এবং পরে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত ১১টার দিকে তৃতীয় তলার ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে তিনি কক্ষে ঢুকে গৃহবধূর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি থানায় খবর দেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর