রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাস থেকে নেমে পানি কিনতে গিয়ে ২৩ মামলার আসামি খুন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

শেয়ার করুন:

 বাস থেকে নেমে পানি কিনতে গিয়ে ২৩ মামললার আসামি খুন

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বাস থামলে পানি কিনতে নেমে হত্যার শিকার হয়েছে খুন-মাদকসহ ২৩  হত্যা মামলার আসামি মামুন সম্রাট নামে এক মাদক ব্যবসায়ী। তাকে কয়েকদিন আগে যৌথ বাহিনী তার বাসা থেকে গ্রেফতার করেছিল। মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বার এর ছেলে। সে দাউদকান্দির গৌরীপুর ভূলিরপাড়ে বাসাভাড়া নিয়ে থাকত।

শুক্রবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারোটায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন গৌরীপুর বাসস্ট্যান্ডে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হত্যাকারীরা দ্রুততম সময়ে মামুন সম্রাটকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মামুনের রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। 
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান, ৩ নারীসহ মামুন সম্রাট কক্সবাজার যাওয়ার পথে - পথিমধ্যে গৌরীপুর বাসস্ট্যান্ডে গাড়ি থামে। এসময় মামুন পানি কেনার জন্য নিচে নামলে আগ থেকে সৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কিলিং মিশনে তিন থেকে চারজন অংশ নিয়েছে বলে জানা গেছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসস্ট্যান্ড বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

স্থানীয়রা জানান,মামুন গৌরীপুরে মাদক, সন্ত্রাসসহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতো। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটতে পারে।


বিজ্ঞাপন


এর আগে গত ১৩ মে মামুন সম্রাটকে গৌরীপুর ভূলিরপাড় ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আটক করে। এর কিছু পরই সে জামিনে বের হয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মাদকসহ দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর