রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎পিরোজপুরে ঘরের মধ্যে বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, পিরোজপুর 
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

‎পিরোজপুরে ঘরের মধ্যে বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার 

পিরোজপুরে ঘরের মধ্যে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতের কোনো এক সময় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত রোকেয়া বেগম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের মো. মোক্তার হাওলাদারের স্ত্রী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ভুক্তভোগী বৃদ্ধার চাচাতো জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) হওয়া বেগম ঘরের বাইরের বাতি জ্বালানো দেখতে পেয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করেন। তখন কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের কাছে গিয়ে সামনের দরজা বন্ধ পান। পরে পিছনে গিয়ে পিছনের দরজা খোলা দেখে ঘরের ভেতরে প্রবেশ করে মাঝের ঘরের মেঝেতে বৃদ্ধার জবাই করা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ওই বৃদ্ধার নাতি আমিনুল ইসলামকে ফোন দেন। আমিনুল ইসলাম এসে থানায় খবর দেন। রোকেয়া বেগম তার স্বামী মোক্তার হাওলাদারের মৃত্যুর পর ওই বাড়িতে একাই থাকতেন।

‎নিহত রোকেয়া বেগমের ছেলে লিটন হাওলাদার বলেন, আমাদের একই এলাকার রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এছাড়া আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর