চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলিতে আহতরা হলেন - মনাকষা ইউনিয়নের সাহাপাড়ার মুন্সিপাড়া এলাকার পণ্ডিতপাড়া গ্রামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শিংনগর সীমান্তের ১৬৪/৫-এর ১ এস পিলার এলাকায় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৫জুলাই) দুপুরে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাটি জানতে পেরে আহত যুবকদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া সিংনগর বিওপির পক্ষ থেকে ভরতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

