বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীকে 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মাহরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আফরোজা আব্বাস বলেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা। নিজের জীবন উৎসর্গ করে তিনি প্রমাণ করে গেছেন—একজন শিক্ষক কীভাবে দায়িত্ব, ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে জাতি গঠনে অবদান রাখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ভয়ে, জিয়া পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মাহরীন নিজেকে আড়ালে রেখেছিলেন। তার পরিচয় প্রকাশ পেলে হয়তো তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতো। কিন্তু সেই ভয় উপেক্ষা করে তিনি দায়িত্ব পালন করে গেছেন নিঃস্বার্থভাবে।’
আফরোজা আব্বাস দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে মাহরীন চৌধুরীকে এখনো সম্মাননা দেওয়া হয়নি। অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা ও প্রশংসা হয়েছে। আমাদের রাষ্ট্রের নীতিনির্ধারকদের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘পাইলটের চেয়েও আগে মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। বিষয়টি যখন জানাজানি হয়, তখন ধীরে ধীরে কিছু আলোচনা শুরু হয়। কিন্তু এটি হাওয়ায় ভেসে যাওয়ার বিষয় নয়। বরং, সবার আগে তাকে ‘জাতীয় বীর’ এর মর্যাদা দেওয়া উচিত ছিল। যদিও অনেক দেরি হয়েছে, তবুও এখনও সময় আছে—তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’
বিজ্ঞাপন
আফরোজা আব্বাস আরও বলেন, ‘সরকার কী দিলো না দিলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। সমগ্র নারী সমাজ মনে করে, মাহরীন চৌধুরী আমাদের হৃদয়ে আছেন এবং থাকবেন। তার আদর্শ ধারণ করে আমরা মায়েদের এগিয়ে নিতে পারি। শিক্ষকদের উদ্দেশে বলবো—তার আত্মত্যাগ ও দায়িত্ববোধ থেকে অনুপ্রেরণা গ্রহণ করুন।’
তিনি বলেন, ‘তিনি জাতির একজন আদর্শ শিক্ষক। নারী সমাজের গর্ব। নতুন প্রজন্মের জন্য মাহরীন খান জেরিন আত্মত্যাগ ও দায়িত্ববোধের জীবন্ত উদাহরণ হয়ে থাকবেন।’
জিয়ারত শেষে তিনি মাহরীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ রংপুর মহানগর ও লালমনিরহাট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি

