রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন শাকিল উজ্জামান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন শাকিল উজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এর মধ্যে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


শাকিল উজ্জামানের বাড়ি টাঙ্গাইল-২ আসনের গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান নেতৃত্ব রয়েছে।

শাকিল উজ্জামান বলেন, `টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন শুধু দুটি উপজেলার নাম নয়—এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এই মাটির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।'

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের সময় আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছিলাম। তখন এই অঞ্চলের মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হয়েছিল—সেই ঋণ কখনো শোধ হবার নয়।’

গণঅধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে রাজপথে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। যখন অনেক রাজনৈতিক দল নীরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর