রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক তত্ত্বাবধানে ‘বিমানবন্দর নিরাপত্তা মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (২৩ জুলাই) এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি বিশেষায়িত দল (স্ট্রাইকিং ফোর্স ও বোম্ব ডিসপোজাল দল), বিমান বাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সোয়াট টিম এবং বিমানবন্দরের বিশেষায়িত দল অংশগ্রহণ করে।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিধান, সম্মানিত যাত্রীদের জান ও মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিমানবন্দরে বোমা সদৃশ বস্তু অনুমিত হলে তা নিষ্ক্রিয় করার বিভিন্ন কৌশলের ওপর অনুশীলনের নিমিত্তে এ মহড়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অতীব গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধকল্পে এ ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও বাস্তবসম্মত অনুশীলন অব্যাহত রাখবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর