রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ২৪ কর্নার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ২৪ কর্নার উদ্বোধন

জুলাই আমাদের শেখায় কীভাবে স্বৈরাচারের চোখে চোখ রেখে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দেশকে মুক্ত করতে হয়। দেশব্যাপী ছড়িয়ে পড়া ছাত্র-জনতার ঐতিহাসিক সেই দ্রোহের স্ফুলিঙ্গ ও উদ্দীপনাকে চিরস্মরণীয় করে রাখতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপন করা হয়েছে 'জুলাই-২৪ কর্নার'।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সেন্ট্রাল লাইব্রেরিতে এই কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।


বিজ্ঞাপন


উদ্বোধনকালে উপাচার্য ড. নকীব বলেন, জুলাই-২৪ শুধু একটি মাস নয়, এটি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি, আমাদের সময়ের সত্য ভাষণের এক সাহসী উচ্চারণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুলাই-২৪ এ অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, রক্ত দিয়ে লিখেছিল প্রতিরোধের ইতিহাস।

তিনি আরও বলেন, এই কর্নার হবে সেই গণ-আন্দোলনের স্মারক, যেখানে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে কীভাবে ফ্যাসিবাদের দোসর, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শক্তিমান ছাত্র সমাজ। এসব ছাত্র সংগঠনের দায়িত্ব সেই চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম।

উল্লেখ্য, 'জুলাই-২৪ কর্নার'-এ ঐতিহাসিক ছবি, পোস্টার, বিবৃতি ও আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিলসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় ও  সমাজকে গণতান্ত্রিক চেতনা চর্চায় উৎসাহিত করবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর