হেরোইন রাখার দায়ে পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জে ৩ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় প্রদান করেন। আদালতের এপিপি মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন ও একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং গোদাগাড়ি থানার আইআই এলাকার শ্রী গোবিন্দ শিং এর ছেলে শ্রী নিমাই শিং।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সলঙ্গা থানা পুলিশ। তল্লাশি চলাকালে রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। মোটর সাইকেলের ভিতরে রাখা দুটি ব্যাগের মধ্য থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ ও মাদক কারবারি শাহাদত হোসেন ও ডাবলু কে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে ২০২০ সালের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রভেলস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১০ গ্রাম হোরোইনসহ শ্রী নিমাই সিংকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এঘটনায় র্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানার মামলা দায়ের করেন।
আজ দুটি মামলায় তিন মাদক কারবারি শাহাদাত হোসেন, ডাবলু ও শ্রী নিমাই সিংককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

