রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাটে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছের নিচে চাপা পড়ে একজন, বজ্রপাতে একজন ও ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ে ভেঙ্গে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সজল মিয়া আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   ময়নুল হোসেন৷ তিনি জানান, সকালে ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েকজন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ঐ টিনের ছাপড়ার ওপর ভেঙ্গে পড়লে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুরের গোপালপুরের গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়।  
নিহত কৃষি শ্রমিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে।

ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জসিম উদ্দিন  জমিতে আমন ধানের চারা রোপণ  করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন


অপরদিকে, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরের রবিদাস পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় পার্বতীপুর  থেকে ছেড়ে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর