রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

শেয়ার করুন:

বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।

পুলিশ ধারণা করছে, বোরকা পরে নিজেকে নারী সাজিয়ে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন রশিদ। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়া এবং সম্ভবত অপহরণ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া। তিনি পুরোপুরি নারী সেজে—বোরকা ও মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন।


বিজ্ঞাপন


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরা এক ব্যক্তি চেকপোস্ট পার হচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অস্বাভাবিক আচরণ ও এলোমেলো কথা বলায় সন্দেহ আরও বেড়ে যায়। পরে জানা যায়, বোরকার আড়ালে থাকা ব্যক্তি একজন পুরুষ।

পুলিশ জানায়, রোহিঙ্গা যুবকটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই অভিনব কৌশল অবলম্বন করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর