রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে পাচারকালে দেশীয় শিং মাছ জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

ভারতে পাচারকালে দেশীয় শিং মাছ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা এলাকা দিয়ে অভিনব পন্থায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৬৩ কেজি দেশীয় শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে ময়মনসিংহ বিজিবি এর ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত সদস্যরা এসব মাছ জব্দ করেন।


বিজ্ঞাপন


ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মেহদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড়ের দাওধারা পাহাড়ি এলাকা দিয়ে কিছু পাচারকারীরা অভিনব পন্থায় বাংলাদেশ থেকে জিওল শিং মাছ বালতিতে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় ৩৯ বিজিবির বারোমারী বিওপির টহলরত সদস্যরা টের পেয়ে পাচারকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে ১৬টি বালতি ভর্তি ৬৩ কেজি জিওল দেশি শিং রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তা জব্দ করেন।


বিজ্ঞাপন


এদিকে, শিং মাছ পচনশীল দ্রব্য হওয়ায় মূল্য যাচাই করে শেরপুরের কাস্টমস অফিসের সহযোগিতায় নিলামের মাধ্যমে ৬৩ কেজি শিং মাছ ১২ হাজার ৬০০ টাকায় তা বিক্রি করা হয়। যা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে বিজিবি জানিয়েছে।

ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মেহদী হাসান জানান, সীমান্তরক্ষা ও চোরাচালানি প্রতিরোধে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সদা জাগ্রত রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর