রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, ২ ভাই আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, ২ ভাই আটক

বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় আলেয়া বেগম (৮০) নামের এক নারীকে হত্যার অভিযোগে কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনাকে (২২) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুই ভাইকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

স্কুলে ঢুকে শিক্ষককে মারধরের অভিযোগ ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে

নিহত আলেয়া বেগম ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী এবং আটক কাওসার ও আনসার একই গ্রামের আসমত ভাবনার ছেলে।

নিহত আলেয়া বেগমের ছেলে ফেরদাউস হাওলাদার বলেন, তার দুই ছেলে ও চার মেয়ে। কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের যৌন হয়রানি করত। এদিন তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবয়েলে পানি আনতে যায়। এসময় কাওসার বাবনা শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর শিশুটির দাদি আলেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে নাতনিকে যৌন হয়রানির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আনসার ও কাওসার ইট ও পুতা দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর