ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আসিফ (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে মহাসড়কের কসকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
নিহত আসিফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাড়াইপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহাসড়কের কসবা এলাকায় চট্টগ্রামমুখী লেইনে উল্টো পথে পিকআপ নিয়ে যাচ্ছিল আসিফ। এসময় হঠাৎ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে সাকিব ও আসিফ নামের দু’জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

