রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আসিফ (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে মহাসড়কের কসকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত আসিফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাড়াইপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন

ঝিনাইদহে চাতাল শ্রমিককে আটকে রেখে হত্যার অভিযোগ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহাসড়কের কসবা এলাকায় চট্টগ্রামমুখী লেইনে উল্টো পথে পিকআপ নিয়ে যাচ্ছিল আসিফ। এসময় হঠাৎ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে সাকিব ও আসিফ নামের দু’জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর