রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেছে জেলা বিএনপি (একাংশ)।

সোমবার (২১ জুলাই) রাত ৮টার সময় শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি  মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত  সমাবেশ করে তারা।


বিজ্ঞাপন


thumbnail_Jhenidah_BNP_missil_01

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলী, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন

কুষ্টিয়ায় চাঁদাবাজ-দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স

সমাবেশে বক্তব্যে ডা. ইব্রাহিম রহমান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটূক্তি দেশের কোনো বিএনপির নেতাকর্মীরা সহ্য করবে না । তারা যদি মনে করে শুধু তারাই স্বৈরাচার পতন করেছে তাহলে তাদের ভুল হবে। কেননা স্বৈরাচার পতন করতে বিএনপির ভূমিকা ছিল অন্যতম। বাবু আরও বলেন, যখনই কেউ বিএনপিকে বা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করবে তখনই আমরা তার কুশপুত্তলিকা দাহ করব।


বিজ্ঞাপন


thumbnail_Jhenidah_BNP_missil_03

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর