জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে অনেকগুলো জাতি বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিভিন্ন সময়ে দেখি। তবে এক জায়গায় আপনাদের সবাইকে ঐকমত্য হতে হবে। উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠী বঞ্চিত। এ কারণে পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্যের কোনো বিকল্প নেই। সম্প্রতির কোনো বিকল্প নেই। জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ৩টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে এনসিপির পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে যদি শিক্ষার বিস্তার ঘটে, এখানে যদি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়; তবে এটার সুযোগ-সুবিধা সব জনগোষ্ঠী পাবে। বাংলাদেশকে আমরা বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে - এই সম্ভাবনার সুযোগ হারাতে চাই না।
মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন (দক্ষিণাঞ্চল) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, খাগড়াছড়ি জেলা সংগঠক সুইচিং মারমা।
দুপুরে খাগড়াছড়ি শহরের নারকেল বাগান এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর বাজার ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

