সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের অংশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এসময় জরিমানা করা হয়েছে ৬২ হাজার টাকা।

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে চারটা হতে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

যশোর মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান

অভিযান চলাকালে মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল ৭টি বাস, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল ও ১টি লরি।

তল্লাশি কার্যক্রমে এসব যানবাহনের সঠিক কাগজপত্র না থাকা, নিয়ম ভঙ্গ ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বিজ্ঞাপন


আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর