বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোচাগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

বোচাগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মজুদ রাখার দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই) উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক বিক্রয় কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রংপুরে ২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহেশাইল বাজারের সার বিক্রেতা মো. ওমর ফারুক বাবুলকে ১০ হাজার, একই এলাকার মো. রবিউল ইসলামকে ৫ হাজার এবং সেতাবগঞ্জ উপজেলা রোডের মেসার্স মোল্লা ট্রেডার্সকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা বলেন, বর্তমানে কৃষকদের মধ্যে সারের চাহিদা বেশি। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করছেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর