সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে সন্ত্রাসী দা পলাশ সেনাবাহিনীর হাতে গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

বরিশালে সন্ত্রাসী দা পলাশ সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসহ ১৭ মামলার আসামি সন্ত্রাসী পলাশ ওরফে দা পলাশকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে নগরীর জিলা স্কুলের সামনে সদর রোড থেকে তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

তিনি বলেন, তার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণচেষ্টাসহ তিনটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ধর্ষণচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু’টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, গভীর রাতে সেনাবাহিনীর একটি টহল টিম সদর রোডের জিলা স্কুলের সামনে চেকপোস্ট বসায়। তখন পলাশের আচরণ সন্দেহজনক হওয়ায় সেনা সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তার পরিচয় প্রকাশের পর আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ করে তার গ্রেফতারের দাবি করেছিল ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দা পলাশ তার দুই ভাই রাসেল ও সুমনসহ অন্যান্য সহযোগীদের নিয়ে মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। দা পলাশের বিরুদ্ধে আদালতে ১৭টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর