চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে উপর উজিরপুর এলাকার পদ্মা নদীতে গোসল করার সময় তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা খাতুন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, দুপুরে পদ্মা নদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে যায়। এ সময় আনিম আলী নামের এক শিশু পানিতে ডুবে গেলে - মীম আক্তার তাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দেয়।
নিহত দুই শিশু শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের ওরম আলীর ছেলে আনিম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মীম আক্তার (১১)।
এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রহিদ সিংহ নামের এক শিক্ষার্থী সকালে বজ্রপাতে মারা যায়।
বিজ্ঞাপন
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, শিবগঞ্জ উপজেলায় তিনজন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। খোঁজ-খবর নিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/ এমইউ

