রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে: নাহিদ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সেখানে দেশের সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সেইসঙ্গে প্রস্তাবিত সংসদের উচ্চ ও নিম্নকক্ষে বান্দরবানসহ পার্বত্য এলাকার জনগণের জন্য যোগ্য নেতৃত্ব ও সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিতের কথাও বলেছেন তিনি।


বিজ্ঞাপন


শনিবার (১৯ জুলাই) রাতে বান্দরবান মুক্তমঞ্চে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় একথা বলেন নাহিদ।

তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির ধারা সুদৃঢ়করণ, ঐতিহাসিক জুলাই সনদের বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে পার্বত্য এলাকার জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন রাষ্ট্রব্যবস্থার জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাষ্ট্রের নিয়মকানুন, আইন ও সংবিধান প্রকৃত অর্থে জনগণের পক্ষে কাজ করবে।

নাহিদ বলেন, ১৯৭২ সালের সংবিধান মুক্তিযোদ্ধা, পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভাজন তৈরি করেছিল। সেই বিভাজন দূর করে জনগণের অধিকার নিশ্চিত করতে নতুন একটি সংবিধান দরকার।


বিজ্ঞাপন


বাংলাদেশ বহুজাতিগোষ্ঠীর দেশ। যুগ যুগ ধরে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে আসছে। এনসিপি সব জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তাই সকলের সংস্কৃতির অখণ্ডতা রক্ষা করতেই নতুন সংবিধান প্রণয়ন জরুরি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, অনিক রায়, খান তালাত মাহমুদ, বান্দরবান জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর