রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে এ মামলাটি করেন।


বিজ্ঞাপন


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করেছি। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোটালীপাড়ায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর