রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

‎জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। 

কর্মসূচিতে জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

‎মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। 


বিজ্ঞাপন


এছাড়া উপস্থিত ছিলেন - জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।

‎সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের ইতিহাসের অংশ। তার ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচার-বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তার বিরুদ্ধে কটূক্তি মানে দেশের জনগণকে অপমান করা। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‎সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর