বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
কর্মসূচিতে জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
বিজ্ঞাপন
এছাড়া উপস্থিত ছিলেন - জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের ইতিহাসের অংশ। তার ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচার-বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তার বিরুদ্ধে কটূক্তি মানে দেশের জনগণকে অপমান করা। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিনিধি/ এমইউ

