রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু

খুলনা মহানগরীতে অতিরিক্ত বাংলা মদপানে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের বাড়িতে নিয়ে গেছে। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে শিশু মৃত্যু

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যায়। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যায়। সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর