রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আদর্শবান যুবকেরা জাগলে বাংলাদেশ জাগবে’ স্লোগানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বরগুনায়।

শনিবার (১৯ জুলাই) বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এ বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।

IMG-20250719-WA0014

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

আরও পড়ুন

‘অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এক হয়ে ফ্যাসিবাদকে রুখতে হবে’

এছাড়াও সভায় বক্তব্য দেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীসহ ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা নেতারা।

IMG-20250719-WA0016

বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়া হয়। তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান দুর্নীতি, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

নেতারা জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেখানে অন্যায়, সেখানেই ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ থাকবে। রাজপথেই হবে আমাদের অবস্থান, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর