রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই পদযাত্রায় ফেনীর দুই স্থানে সভা করবেন এনসিপির নেতারা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

জুলাই পদযাত্রায় ফেনীর দুই স্থানে সভা করবেন এনসিপির নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার (২১ জুলাই) ফেনী আসছেন কেন্দ্রীয় নেতারা। ওইদিন বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে পথসভা এবং ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


IMG-20250719-WA0013

তিনি জানান, সোমবার সকালে খাগড়াছড়ি থেকে পথ দিয়ে ফেনীতে পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই যোদ্ধাদের ফেনীতে এই পদযাত্রা ও পথসভাকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদিনই ফেনীর বিভিন্ন উপজেলা শহরে গণসংযোগ, মাইকিং ও লিফলেট বিতরণ করার কাজ চলমান রয়েছে। সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি।

আরও পড়ুন

মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে: সারজিস আলম

IMG-20250719-WA0012


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, শাহ ওয়ালী উল্লাহ মানিক, মোহাইমিন তাজিম, আবদুল আজিজ, ওমর ফারুক প্রমুখ।

পদযাত্রা ও সমাবেশ সফল করতে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেনী জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর