সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদরাসা পড়ুয়া এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাকিল মিয়া নামের (৩২) এক মুদির দোকানির বিরুদ্ধে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পোগলা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় ওই দিন রাতে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। 

শনিবার (১৯ জুলাই) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই মাদরাসা ছাত্রী মোবাইলফোন রিচার্জের মিনিকার্ড কিনতে যায় সাকিলের দোকানে। এসময় আশপাশে লোকজন না থাকায় সাকিল মেয়েটিকে ডেকে তার দোকানের ভেতরে নিয়ে যান। পরে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটি কৌশলে সেখান থেকে বের হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে তার মা এ ঘটনায় প্রতিবাদ করে সাকিলের কাছে এসে জানতে চান। তখন তিনি ও তার পরিবারের লোকজন মেয়েটির পরিবারের ওপর চড়াও হন। এ ঘটনায় মেয়েটির বাবা ওই দিন রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিলকে গ্রেফতার করে।

আরও পড়ুন

‘বিয়ের কথা বলে জীবনটা নষ্ট করেছে, এখন না পেলে মরব!’

ওই ছাত্রীর এক স্বজন বলেন, এ ঘটনার পর বিচার চাইতে গেলে সাকিল ও তার লোকজন উল্টো আমাদের হুমকি-ধমকি দেন। পরে মামলার কথা বললে স্থানীয়ভাবে আমাদের মীমাংসার জন্য জোরাজুরি করা হয়। কিন্তু আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানায় মামলা করেছি। ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর