২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মুন্সিগঞ্জের ১৪ জনের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ নামে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুর পাড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন

সামাজিক বন বিভাগের সহযোগিতায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে শহীদদের নামে ১৪টি সোনালু গাছ রোপণ করা হয়।
প্রতিটি গাছ যেন শহীদদের আত্মত্যাগের স্মারক হয়ে দাঁড়ায় এমন আকাঙ্ক্ষা থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
![]()
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, বন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাসহ আরও অনেকে।
প্রতিনিধি/এসএস

