বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগমগঞ্জে খালে মিলল তাবলিগে আসা ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

বেগমগঞ্জে খালে মিলল তাবলিগে আসা ব্যক্তির মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজার এলাকা থেকে আলমগীর হোসেন (৪৬) নামে তাবলিগ জামাতে আসা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জিরতলী বাজারের পাশের খাল থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে তিন দিনের জন্য জিরতলী বাজার মসজিদে তাবলিগ জামাতে আসে আলমগীর। আজ সকালে ফজর নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বের হয় আলমগীর। আলমগীর দীর্ঘ সময় মসজিদে না আসায় তার সাথে আসা লোকজন খোঁজাখুঁজি করে। পরে এক পর্যায়ে খালের ওপর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

মাদারীপুরে খালার বিয়েতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ভাগ্নির

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের ভাই মাসুদ বলেছেন আলমগীর প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে মৃগী রোগী। ধারণা করা হচ্ছে খালের পাড়ে হাঁটতে গিয়ে খালে পড়ে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর