বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নিহত হয়েছে। নিহত সমবায় পরিদর্শক মো. ইউনুস শেখ (৪৫) জেলার মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ে কর্মরত ছিলেন।

বুধবার (২২ জুন) সকালে বাসা থেকে রওনা হয়ে কর্মস্থল মুলাদী যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার পাংশা পৌঁছালে তার মটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীতগামী ফ্রেস কোম্পানির একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পরিস্থিতি বেগতিক দেখে কাভার্ডভ্যান চালক গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


নিহত সমবায় কর্মকর্তা বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা ছিলেন বলে জানায় বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম সমবায় কর্মকর্তার লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন