সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক

কুমিল্লার আলেখারচরে একটি বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ মো. রাশিদ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
 
শুক্রবার (১৮ জুলাই) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা রফিকুল ইসলাম নামে একজন পালিয়ে যায়।

আটক রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার বাসিন্দা। 


বিজ্ঞাপন


শনিবার (১৯ জুলাই) সকালে সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি নীল রঙের প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা, ২৯০ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও আটক রাশিদকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর