রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আপনাদের বিএনপি থেকে শিখতে হবে: নায়াব ইউসুফ

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

আপনাদের বিএনপি থেকে শিখতে হবে: নায়াব ইউসুফ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে আপনারা যে কটুক্তি করেছেন এটা সোজাসাপ্টা বেয়াদবি। এখনও আপনাদের বয়স কম, আপনাদের বিএনপি থেকে এবং আমাদের সিনিয়র নেতাদের থেকে শিখতে হবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই শহীদদের স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজিত মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দিতে গিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


নায়াব ইউসুফ বলেন, আজ এক বছর হয়েছে স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, এদেশ থেকে পালিয়ে গিয়েছে, আর নতুন নেতৃত্ব দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ আবিভূত হচ্ছে। তাদের ব্যাপারে আমরা বলতে চাই, আপনারা এক মাস পাঁচ দিন আন্দোলন করেছেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে ১৭ বছর ধরে।  

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, দেশের মানুষের অধিকারে বিশ্বাস। আপনারা এক মাস পাঁচ দিনে সরকারি চলে গেছেন। আপনারা বোঝেন নাই বিরোধী দলে থেকে সরকারের রোষানল কি বলে? আপনারা তা কোনদিন বুঝতে পারেন নাই। আমরা সেটা দেখে এসেছি, অতএব আমাদের নেতা তারেক রহমানের বিষয়ে আপনারা যে কটুক্তি করেছেন এটা কে সোজাসাপ্টা ভাষায় বলে বেয়াদবি।

ফরিদপুর ৩ আসন থেকে বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী আরও বলেন,  আপনারা যদি নেতৃত্ব দিতে চান, আপনারা যদি কিছু শেখাতে চান তাহলে তাহলে আগে আপনাদের নিজেদের ঠিক হতে হবে। নেতা যদি নিজেই বেয়াদবি করে তাহলে সাগরেদদেরকে কি শেখাবে। তাই আমরা বলবো, এখনো সময় আছে আপনারা বোঝার চেষ্টা করুন, এখনো আপনাদের বয়স কম, বিএনপি থেকে এবং আমাদের সিনিয়র নেতাদের থেকে আপনাদের শিখতে হবে।

এ মৌন মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইয়ুম জঙ্গি, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের সভাপতি এডভোকেট মোহাম্মদ মামুন অর রশিদ মামুন, কৃষি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা লুৎফর রহমানসহ আরো অনেকে।


বিজ্ঞাপন


এ মৌন মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর