রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ‎কুবি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

‎কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎‎বৃহস্পতিবার (১৭ জুলাই) রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে সাতজন মার্কেটিং বিভাগের এবং পাঁচজন নৃবিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় বাংলা ও নৃবিজ্ঞান বিভাগের জন্য একটি এবং মার্কেটিং বিভাগের ঘটনার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এরপর তদন্ত কমিটি সিদ্ধান্ত দিয়েছে। 

তার প্রেক্ষিতে মার্কেটিং বিভাগের সাতজন এবং নৃবিজ্ঞান বিভাগের পাঁচজনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে তাদের গার্ডিয়ান, বিভাগীয় প্রধান এবং বিভাগের ছাত্র উপদেষ্টার কাছ থেকে মুচলেকা নেওয়া হবে, যেন পরবর্তীতে তারা এ ধরনের কাজ না করে।
 
প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর