রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনার নির্দেশে এনসিপির সমাবেশে হামলা হয়েছে: রিজভী

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার নির্দেশে এনসিপির সমাবেশে হামলা হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘাপটি মারা যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পাশের দেশ থেকে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় বরিশাল নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সভায় এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


রিজভী বলেন, ‘আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে শরিক হয়ে চূড়ান্ত ঘোষণা দেন তিনি।’

সরকারের মধ্যে থেকে কোনো রাজনৈতিক দল যদি- গত ১৬ বছর ধরে যারা লড়াই করেছে, তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে জনগণ থেমে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গণতন্ত্র প্রতিষ্ঠা এককভাবে হয় না জানিয়ে রিজভী বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। উদ্দেশ্য ভালো নয়। খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যার পর রগ কাটা হয়েছে। আমরা জানি রগ কেটে হত্যা কারা করে।’

রিজভী আরও বলেন, ‘একে অপরের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করলেও সব গণতান্ত্রিক শক্তি এক থাকতে হবে।’


বিজ্ঞাপন


বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন - বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর