জুলাই-আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সব শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মৌন মিছিল হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে খাগড়াছড়ি শহরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে মিছিল শুরু করে শাপলা চত্বর হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
![]()
পরে শহীদদের স্মরণে দোয়া ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

