সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোহারের ৬ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১১:০৮ এএম

শেয়ার করুন:

দোহারের ৬ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঢাকার দোহার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় ৬ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ৬জন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানায়, গত ২৮ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেয় দোহার পৌর কাউন্সিলর আব্দুস সালাম (শুকুর), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোহার উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান (শান্ত), থানা আওয়ামী লীগের সদস্য মো. টিটু ভূইয়া, হৃদয় শিকদার (মিনাল), সাজু সাজ্জাদ ও রাইপাড়া ইউপি সদস্য নাহিদুল হক। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যান।

আরও পড়ুন

জুলাই আন্দোলনের ভিডিও প্রকাশ করায় গুলি করে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত বছরের ৪ আগস্ট দোহারের করম আলীর মোড়ে ছাত্রজনতার মিছিলে হামলা করলে ওই ঘটনায় শাহাজান মাঝি সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ১৭৪ জনের নামে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর