রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনসিপির ওপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১০:৫০ এএম

শেয়ার করুন:

এনসিপির ওপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহর জামায়াতের আয়োজনে জেলা শহরের ডিসি গেইটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে জামায়াতের শেরপুর শহর শাখার আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

শেরপুর শহর শাখার জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন- জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর -২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শেরপুর সদর উপজেলার আমির মাওলানা আতাউর রহমান, শেরপুর সদর উপজেলা নায়েবে আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থান নতুন ব্যবস্থা কায়েমের জন্য: নাহিদ ইসলাম

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে যদি শেরপুরেও যদি বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়, তা জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর