রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহার হবে না হেফাজতে ইসলাম

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহার হবে না হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহীতে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর দড়িখরবোনা মোড় এলাকার একটি মিলনায়তনে সংগঠনটির রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম-ওলামার ত্যাগের মাধ্যমে গঠিত এ সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তির পথে নেওয়ার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব।’

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘চাঁদাবাজদের সামলান, না হলে জনগণ ফ্যাসিস্টদের যেভাবে বিতাড়িত করেছে, সেভাবেই আপনাদেরও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুলও ছাড় দেব না।’

হেফাজতের এ নেতা আরও বলেন, ‘আমরা ভারতের আধিপত্য চাই না, আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারীনীতি বাস্তবায়িত হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে।’

সম্মেলনে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


মুফতি হুসাইন ও মুফতি আব্দুস সবুর সিরাজীকে মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাওলানা ইমরান উদ্দিন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর