রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি হরিণের মাংসসহ আটক ২

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ দুইজন পাচারকারীকে আটক করেছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পিরোজপুরের মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০) ও মোরেলগঞ্জে উপজেলার ছোট পরী গ্রামের মো. বারেকের হাওলাদারের ছেলে মো. জাকারিয়া (২৫)।
 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস পরিবহনযোগে ঢাকায় পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) তল্লাশি চালানো হয়।
 
একপর্যায়ে বাসের সাইডবক্সের ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দী ককশিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় দুইজনকে।


বিজ্ঞাপন


আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর