ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেঁচে থাকবে ততদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না। জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের সকল ইউনিট ঝাঁপিয়ে পড়েছিল।
বুধবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে গণঅভ্যুত্থানের সকল শহীদ স্মরণে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরের পাশে কোনো ছাত্রসংগঠন না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, এই একবছর হতে না হতেই আন্দোলনের দাবিদার অনেক ছাত্রসংগঠন আবু সাঈদকে ভুলতে বসেছে। তারা কেউ তার কবরের পাশে না গেলেও একমাত্র ছাত্রদল তাকে ভুলেনি। তাই ছাত্রদল তার গ্রামের বাড়ি পীরগঞ্জে গিয়ে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে, শ্রদ্ধা জানিয়েছে।
গোপালগঞ্জে এনসিপির ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে আপনারা ভুল পথে হাঁটছেন। বন্ধুদের ভুলেছেন। শহীদ জিয়া ও তারেক রহমানের নামে আজেবাজে স্লোগান দিলেও একটি বারও শেখ মুজিবকে নিয়ে কোনো স্লোগান দিতে শোনা যায় না।
তিনি আরও বলেন, আপনাদের সরল ও কোমলমতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা মানুষের মাঝে ভুল মেসেজ দিতে চোরা পথ বেচে নিয়েছে। কারণ সামনে রাজনীতি করার সাহস এদের নেই। এরা সমাজে প্রকাশ্যে নিজেদের পরিচয়টাও দিতে পারে না। তাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে।
ছাত্রশিবিরকে উদ্দেশ করে ছাত্রদল সভাপতি বলেন, এই গোপন সংগঠনটি দেশে মব কালচার শুরু করেছে। ছাত্রদল মনে করে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহালে ছাত্রদল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মিডফোর্ট হত্যাকাণ্ডের মূল আসামিকে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মনে রাখবেন অতীতে অনেক ছাত্রসংগঠন আওয়ামী লীগের সাথে আঁতাত করলেও ছাত্রদল কোনো দিন আঁতাত করে নাই। আপনারা (এনসিপি) একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতে আপনারা নতুন দল করেছেন। ভুল রাজনীতির পথ পরিহার করে সঠিক ও গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করুন।
বিজ্ঞাপন
সমাবেশ থেকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (রংপুর বিভাগ) কর্তৃক আয়োজিত রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের স্মরণে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতাকর্মীরা ছাড়াও জেলা, মহানগরের নেতাকর্মীরা। সভায় রংপুর বিভাগের ছাত্রদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় ছা্ত্রদল নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে

