রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০৩:২০ এএম

শেয়ার করুন:

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৬) নামে এক যুবককে করেছে পুলিশ। 

 বুধবার (১৬ জুলাই) রাতে বাউফল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পলাশ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নূরুল হক হাওলাদারের ছেলে।


বিজ্ঞাপন


জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই মাসুদ আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পলাশকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পেছন থেকে আটক করে।

এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩৯টি জাল নোট জব্দ করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পলাশের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। কাল বৃহস্পতিবার তাকে পটুয়াখালী আদালতে  পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর