রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০২:৩২ এএম

শেয়ার করুন:

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেকুর রহমান(৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার(১৬ জুলাই) বিকেলে পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় নিজ বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত মারা যান তিনি।


বিজ্ঞাপন


মৃত খালেকুর জামান পৌর এলাকার মিস্ত্রীপাড়ার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে। 

মৃত খালেকুর জামানের ছেলে হাসানুর জামান পাভেল জানান, গত দুইদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন আমার বাবা । আজকে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ জানান, নিজ বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বিষয়টি আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কেউ মারা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০শয্যা হাসপাতালের তথ্য অনুযায়ী ৭১জন ডেঙ্গু রোগী আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর