রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মিছিল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

শেয়ার করুন:

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মিছিল

গোপালগঞ্জে নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


মিছিলে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী ও প্রতিবাদী নানা স্লোগানে রাজপথ মুখরিত করেন। তারা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে একটি মহল দেশে ত্রাস ও নৈরাজ্য কায়েমের পাঁয়তারা করছে। তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দেবে।

সমাপনী বক্তব্যে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বিশার বিপ্লব, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর