রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবু সাঈদ ফ্যাসিবাদের মসনদে প্রথম পেরেক মেরেছিল: শিমুল বিশ্বাস

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

shimul
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: ঢাকা মেইল

বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘গত বছরের এই দিনে (১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের মসনদে প্রথম পেরেক ঠোকা হয়েছিল। সেই ঘটনা দেশের মানুষকে জাগিয়ে তোলে, মুহূর্তেই পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি।’

বুধবার (১৬ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।


বিজ্ঞাপন


শিমুল বিশ্বাস আরও বলেন, ‘শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। দেশের মানুষ এখন আর ভারতের ছায়াতলে থাকতে চায় না। বাংলাদেশ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদরা রক্ত দিয়ে এই দেশকে নতুন পথ দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘দেশ গঠনের জন্য শহীদ জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন। তারই স্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান প্রবাসে থেকে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সংগ্রাম করে যাচ্ছেন। দেশের মানুষ তাদের জন্য অপেক্ষা করছে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে একটি সোনালি অধ্যায় রচিত হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘কালোমেঘ কেটে যাবে, ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমাদের। ধানের শীষকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের ঐক্যের প্রতীক হয়ে এক কাতারে আসার অনুরোধ করছি। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’

সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আপনারা অল্প সময়ে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে আমি সত্যিই মুগ্ধ। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ইতোমধ্যে আমি চাটমোহরে একটি বাড়ি নিয়েছি, আরও দুটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি—যাতে আপনাদের সঙ্গে আরও সময় কাটাতে পারি। আপনারা সবাই আমার আপন ভাই-বোন। আমার নিজ পরিবারের কেউ নেই, আপনারাই আমার আপনজন। যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের পাশে থাকব।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘অনেকে বিএনপি করার কারণে চাকরি পাননি, ব্যবসা করতে পারেননি, নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এই বঞ্চিতদের পাশে দাঁড়াব, চাকরির ব্যবস্থা করব।’

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হক।
প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু, কৃষক দলের জেলা সভাপতি আবুল হাশেম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর