রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

‎গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন এলু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে চারটার দিকে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎মৃত আনোয়ার হোসেন এলু টঙ্গীর মিলগেট নামা বাজার বস্তির মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গত ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন

খাদ্য বিষক্রিয়ায় সিরাজগঞ্জে ভাই-বোনের মৃত্যু

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ বাড়ির ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর