সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অটোরাইস মিলের তুষের ভাপারে পড়ে আলিম পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

অটোরাইচ মিলের তুষের ভাপারে পড়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে তালুকদার অটোরাইস মিলের তুষের ভাপারে অসাবধানতাবসত পা পিছলে পড়ে গিয়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে দিকে কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার অটোরাইস মিলে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

নিহত আতিকুর রহমান নাসিম জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে। সে সদরের কড়ই নুরুল হুদা আলিয়া মাদরাসার আলিম পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার এস আই তোফায়েল হাসান।

Joypurhat_Death_Pic_3


বিজ্ঞাপন


ওসি জাহিদ হাসান জানান, নিহত আতিকুর রহমান নাসিম চলতি আলিম পরীক্ষার্থী। পরিবারে আর্থিক অনটনের জন্য সে কালাই পৌরশহরের তালুকদার অটোরাইস মিলে শ্রমিকের কাজ করতেন। সে এই কাজের ফাঁকে লেখাপড়াও করে আসছেন। চলতি আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষাও দিচ্ছেন।

আজ বুধবার পরীক্ষা না থাকায় সকাল থেকেই সে অটোরাইস মিলে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন। দুপুরের দিকে লোড়ার সিঁড়ি বয়ে উপরে ওঠে তুষের ভাপারের গেট খুলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ভেতরে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকরা ভাপারের টিনের চোঙ কেটে তাকে বের করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর