বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহ গ্রেফতার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালমান শাহ পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন

চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ

পাংশা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারি, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার সালমান শাহর সিডিএমএস যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মারামারি, মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর